স্টেট ব্যাঙ্কে অফিসার নিয়োগ

473
0
SBI Specialist Officer Recruitment

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ১৫০টি শূন্যপদে স্পেস্যালিস্ট ক্যাডার অফিসার (ট্রেড ফিনান্স অফিসার) নিয়োগ করা হবে। SBI Specialist Officer Recruitment

বিজ্ঞপ্তি নম্বরঃ CRPD/SCO/2024-25/05.

শূন্যপদঃ ১৫০ (অসংরক্ষিত ৬১, তপশিলি জাতি ২৫ তপশিলি উপজাতি ১১, ওবিসি ৩৮, ইডব্লুএস ১৫)।

বয়সঃ ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৩-৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ যে কোনো শাখায় স্নাতক সঙ্গে ট্রেড ফিনান্স প্রসেসিংয়ে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে।

বেতনঃ ৪৮১৭০-৬৯৮১০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বিএসএফে ১৫২৬ সাবইনস্পেক্টর ও কনস্টেবল

আবেদনের ফিঃ ৭৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আইবিপিএসের মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ https://bank.sbi/careers লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৭ জুন ২০২৪ তারিখ পর্যন্ত। SBI Specialist Officer Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন