স্কুল সার্ভিসের একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ২৯ থেকে

1164
0
SSC Councelling

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র ১ম এসএলএসটি (একাদশ-দ্বাদশ শ্রেণির সহশিক্ষক নিয়োগ)-এর ওয়েটলিস্টেড প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং হবে আগামী ২৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নতুন ঠিকানায় (Acharya Sadan, 11 & 12, Block-EE, Salt Lake, Kolkata-700091)। কমিশনের ২১ আগস্টের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে (Memo. No.859 /6602(II) /CSSC/ESTT/2018)। কাউন্সেলিংয়ের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে কমিশনের ওয়েবসাইট থেকে (www.westbengalssc.com বা সরাসরি http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1Counselling1112PH2/searchResult লিঙ্কে ক্লিক করে), আলাদা করে কাউকে কোনো চিঠি পাঠানো হবে না। নিজের ১৪ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে সাবমিট করলে ইন্টিমেশন লেটার পাওয়া যাবে। প্রসঙ্গত, এর আগে নির্ধারিত কাউন্সেলিং স্থগিত রাখা হয়েছিল মামলার কারণে (https://jibikadishari.co.in/?p=6418)।