স্কুল সার্ভিস আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ৩য় পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশন

1374
0
SSC, School Service Comission, WBSSC,

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি জুনিয়র হাই/মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলির (পাহাড়ি অঞ্চল বাদে) আপার প্রাইমারি স্তরে সহকারী শিক্ষক-শিক্ষিকা (ওয়ার্ক এডুকেশন/ফিজিক্যাল এডুকেশন বাদে) নিয়োগের জন্য যে ২০১৬-র ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট হয়েছিল তার ফলাফলের ভিত্তিতে ৩য় পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে আগামী ৪ জুন থেকে।

বিস্তারিত কর্মসূচি জানা যাবে কমিশনের ওয়েবসাইটে (www.westbengalssc.com)।

২৮ মে তারিখের এই ঘোষণা (Memo. No.564 / 6723 /CSSC/ESTT/2019 ) দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Verification%20Notice-Verification%20of%20documents-3rd%20phase-%20Upper%20Primary-28.05.2019-2nd%20draft.pdf