কলকাতার সায়েন্স সিটিতে ট্রেনি

1330
0
science city recruitment 2023

কলকাতার সায়েন্সসিটিতে ট্রেনি (হর্টিকালচার) নিয়োগ করা হবে। ওয়াক-ইন-অ্যাপ্টিটিউড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। Science City Recruitment 2023

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর পরবর্তীকালে প্রয়োজন হলে ট্রেনিংয়ের মেয়াদ বাড়ানো হতে পারে এবং প্রতি মাসে ১৬৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে হর্টিকালচারে ন্যূনতম ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি।

অথবা এগ্রিকালচারে তিন বছরের ব্যাচেলর ডিগ্রি সঙ্গে হর্টিকালচার সার্টিফিকেট/ ডিপ্লোমা/ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে।

ওয়াক-ইন-অ্যাপ্টিটিউড টেস্ট হবে ২২ মে ২০২৩ তারিখ সকাল ৯টায়।

আর্মি, এয়ার ফোর্স, নেভিতে ৩৪৯ নিয়োগ

ওয়াক-ইন-অ্যাপ্টিটিউডের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র, সচিত্র পরিচয়পত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

www.sciencecitykolkata.org.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

অফিশিয়াল নোটিফিকেশন——- ক্লিক করুন

 

Science City Recruitment 2023

 

রাজ্যে অষ্টম শ্রেণি যোগ্যতায় বনসহায়ক