ইউপিএসসির সিডিএস-২ পরীক্ষায় চূড়ান্ত সফল না হওয়া প্রার্থীদের স্কোর

875
0
UPSC Exam Calendar

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (২) পরীক্ষায় ইন্টারভিউয়ে অংশ নিয়েও চূড়ান্তভাবে সফল না হওয়া প্রার্থীদের মধ্যে যাঁরা ইউপিএসসির পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখিয়ে অন্যান্য জায়গায় আবেদনে প্রদর্শনের জন্য বা সম্ভাব্য কোনো নিয়োগকারীর থেকে ডাক পাবার সম্ভাবনার জন্য স্কোর কার্ড প্রকাশে সম্মতি জানিয়েছিলেন তাঁদের নম্বর প্রকাশিত হল। এই স্কোরের বৈধতা থাকবে প্রকাশের তারিখ থেকে ১ বছর। এতে প্রার্থীর রোল নম্বর, নাম, বাবার নাম, জন্মতারিখ, সম্প্রদায়, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, এই পরীক্ষায় পাওয়া মোট নম্বর (৬০০ নম্বরের মধ্যে, ওটিএ-র ক্ষেত্রে ৪০০ নম্বরের মধ্যে), ঠিকানা ও ইমেল আইডি দেওয়া হয়েছে। ইউপিএসসির ২৯ ডিসেম্বর তারিখের এই তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/PublDiscl-CDS-II-19-Engl-291220_0.pdf

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল