সেবিতে ম্যানেজার নিয়োগ

1902
0
Securities and Exchange Board of India

সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-তে ১২০ জন অফিসার গ্রেড এ (অ্য্যাসিস্ট্যান্ট ম্যানেজার) নিয়োগ করা হবে৷

যে সমস্ত স্ট্রিমে নিয়োগ করা হবে সেগুলি হল- জেনারেল, লিগ্যাল, ইনফরমেশন টেকনোলজি, রিসার্চ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ৷

যোগ্যতা: জেনারেল: যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি, ল-তে ব্যাচেলর ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি৷ লিগ্যাল: ল-তে ব্যাচেলর ডিগ্রি৷

ইনফরমেশন টেকনোলজি: ইলেক্ট্রিক্যাল/ ইলেকক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি

অথবা কমিম্পউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি অথবা যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজিতে দু বছরের সময়সীমার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি৷

রিসার্চ: স্ট্যাটিস্টিক্স/ ইকোনমিক্স/ কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স)/ ইকোনোমেট্রিক্স-এ মাস্টার ডিগ্রি৷

অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ: হিন্দিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকেতে হবে অথবা সংস্কৃত/ ইংরেজি/ ইকোনমিক্স/ কমার্সে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে হিন্দি একটি বিষয় হিসেবে থাকতে হবে৷

৩১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়সেরর ঊর্ধ্বসীমা ৩০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি ১০০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দিতে হবে৷

http://www.sebi.gov.in ওয়েবসাইটে গিয়ে অননলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ২৪ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত৷