কোল ইন্ডিয়ায় মেডিক্যাল এগজিকিউটিভ নিয়োগ

357
0
SECL Recruitment 2024

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এবং কোল ইন্ডিয়া লিমিটেডে ৮৭টি শূন্যপদে মেডিক্যাল এগজিকিউটিভ নিয়োগ করা হবে। SECL Recruitment 2024

বিজ্ঞপ্তি নম্বরঃ SECL/2024/947.

বয়সঃ সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্ট পদে বয়সের ঊর্ধ্বসীম ৪২ বছর এবং সিনিয়র মেডিক্যাল অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

সবক্ষেত্রেই ৩১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.secl-cil.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স স্পিড পোস্টে পাঠাতে হবে Dy. GM (P)/HoD (EE), South Eastern Coalfields Limited, Bilaspur ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১১ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ৫টার মধ্যে। SECL Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

পলিটেকনিক কলেজে গ্রুপ ডি স্টাফ নিয়োগ

হলদিয়া ডকে কর্মী নিয়োগ