রেলে ৭৭২ শূন্যপদে অ্যাপ্রেন্টিস

2551
0
SECR Apprentice 2023

দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশন ও মোতিবাগ ওয়ার্কশপে ৭৭২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। SECR Apprentice 2023

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

দক্ষিণ ২৪ পরগণায় লাইব্রেরিয়ান

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৮ জুন ২০২৩ তারিখের হিসেবে।

বয়স: ৬ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পূর্ব বর্ধমানে কাজের সুযোগ

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের মেডিকেল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল– ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, সিওপিএ, ইলেক্ট্রিশিয়ান, স্টেনোগ্রাফার (ইংলিশ)/ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার (হিন্দি), প্লাম্বার,

পেইন্টার, ওয়ারম্যান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ডিজেল মেকানিক, মেশিনিস্ট, টার্নার, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, গ্যাস কাটার, কেবল জয়েন্টার, সেক্রেটারিয়াল প্র্যাক্টিস।

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে ৭ জুলাই ২০২৩ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে kshitij.0209@gov.in –এই ইমেল আইডিতে মেল করতে পারেন।

আইটিবিপিতে মাধ্যমিক পাশ হেড কনস্টেবল

ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং ডিপ্লোমাধারী প্রার্থীরা অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারবেন না। SECR Apprentice 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন