দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস

2816
0
SECR Railway Apprentice 2023

দক্ষিণ পূর্ব মধ্য রেলে ৪১১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। SECR Railway Apprentice 2023

শূন্যপদ: ডিআরএম অফিস, রায়পুর ডিভিশন: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১১৯, টার্নার: ৭৬, ফিটার: ১৯৮,

ইলেক্ট্রিশিয়ান: ১৫৪, স্টেনোগ্রাফার (ইংলিশ): ১০, স্টেনোগ্রাফার হিন্দি: ১০, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ১০,

হেলথ অ্যান্ড স্যানিটারি ইনস্পেক্টর: ১৭, মেশিনিস্ট: ৩০, মেকানিক ডিজেল: ৩০, মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ১২,

মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স: ৩০।

হাইলাইটস

বয়স ১৫ থেকে ২৪ বছর
আবেদনের শেষ দিন ২২ জুন ২০২৩
যোগ্যতা দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে আইটিআই

 

অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় কাজের সুযোগ

ওয়্যাগন রিপেয়ার শপ, রায়পুর: ফিটার: ১৪০, ওয়েল্টার: ১৪০, মেশিনিস্ট: ২০, টার্নার: ১৫, ইলেক্ট্রিশিয়ান: ১৫,

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ৫, স্টেনোগ্রাফার (হিন্দি): ২।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

মুর্শিদাবাদে লাইব্রেরিয়ান নিয়োগ

বয়স: ১ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময় ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

নদিয়ায় আশাকর্মী নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ২২ জুন রাত ১২টা পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য https://secr.indianrailways.gov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করতে ক্লিক করুন

 

SECR Railway Apprentice 2023