বর্ধমানে ইস্টার্ন কোলফিল্ডসে কর্মরতদের ১০৮৬ সিকিউরিটি গার্ড পদে নিয়োগ

3490
0
security guard job

বর্ধমানে কেন্দ্রীয় সরকারের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে কর্মরত কর্মীদের মধ্যে থেকে ১০৮৬ জন পুরুষ সিকিউরিটি গার্ড (ট্রেনিং) নিয়োগ করবে (বিজ্ঞপ্তি নং No. ECL/CMD/C-6/Rectt/21/115, তাং 31-05-2021)।
মোট শূন্যপেদর মধ্যে অসংরক্ষিত ৮৪২, তপশিলি জাতি ১৬৩, তপশিলি উপজাতি ৮১।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার অন্তত সপ্তম শ্রেণি উত্তীর্ণ। নির্ধারিত ক্যাডারভিত্তিক শারীরিক মান‌ও থাকা চাই এবং শারীরিক মানের পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে।
তবে কিছু বিশেষ ক্ষেত্রে কর্মরত হলে আবেদন করা যাবে না। সেগুলি হল: (i) Mining Sirdars, (ii) Overman, (iii) Electrical Supervisor,(iv) Asst. Foreman, (v) Foreman, (vi) Land & Revenue Inspector, (vii) Amins, (viii) Dy. Surveyor,(ix) Chemist, (x)Tech.
Pathologist, (xi)Tech. Radiographer, (xii) Staff Nurses, and other Paramedical Staff, (xiii) Electrician, (E P Fitter/ E P Electrician) (xiv) SDL/LHD Operator, (xv)HEMM Operator, (Dumper Dozer/ Shovel/Pay Loader Oprator/ Dragline Operator/ Drill Operator)(xvi) Q C Personnel, (xvii)Winding Engine Operator, (xvi) Haulage Operator, (xvii) Driller, (xviii) Dresser, (xix) Roof Bolter, (xx) Pump Operator, (xxi) Cableman, (xxii) SDL/HDL Helper, (xxiii) Blasting Crew, (xxiv) Drill/UDM Operator, (xxv) Switch Board Attendant etc.
আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে, নিজ-নিজ এরিয়া জেনারেল ম্যানেজার বা হেড অব দ্য ডিপার্টমেন্ট/এস্টাব্লিশমেন্টের কাছে (হেডকোয়ার্টারের ক্ষেত্রে Sr. Manager (P/Estb), Personnel Dept.,ECL, Sanctoria-র কাছে)। আবেদনের শেষ তারিখ ১৫ জুন।
সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট/এরিয়া/ওয়ার্কশপ/এস্টাব্লিশমেন্টের জিএম/এইচ‌ওডি ইত্যাদি ওই আবেদন বাছবিচার করে  পাঠাবেন চূড়ান্ত নির্বাচকদের কাছে।
নির্বাচিত হলে নিয়োগ হতে পারে সংস্থার যে-কোনও কেন্দ্রে বা সাবসিডিয়ারিতে। প্রথমে ছমাস সিকিউরিটি গার্ডের ট্রেনিং, বর্তমান পদের বেতনক্রমে, সফল হলে নিয়োগ হবে T & S Gr.- “G” সিকিউরিটি গার্ড পদে। তিনবছরের মধ্যে কোনও বদলি চাওয়া যাবে না (security guard job)।
আবেদনপত্রের বয়ান, প্রয়োজনীয় শারীরিক মাপজোক ইত্যাদি পাওয়া যাবে এই লিঙ্কে: