কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের কলকাতা ডক সিস্টেমের অধীন সিভিল ইঞ্জিনিয়ারিং দপ্তরে চুক্তির ভিত্তিতে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ করা হবে। Shyama Prasad Mukherjee Port Recruitment
বয়সসীমা: ১ মে ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। কোনো সরকারি/ আধা সরকারি/ সরকার অধিগৃহীত/ লার্জ প্রাইভেট সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিই/ বিটেক যোগ্যতা এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রোজেক্ট মনিটরিংয়ের কাজের অভিজ্ঞতার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক
পারিশ্রমিক: প্রতি মাসে ৩২০০০ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
এনটিপিসিতে ৩০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Chief Engineer, Shyama Prasad Mookerjee Port, at 6, Fairlie Place (Ware House), 2nd Floor, Kolkata- 700001 ঠিকানায়।
খামের উপরে লিখতে হবে ‘Application for Engagement of Junior Engineer (Civil) on contract’
পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে। Shyama Prasad Mukherjee Port Recruitment