শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ

466
0
Shyama Prasad Mukherjee Port Recruitment

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অধীন হলদিয়া ডক কমপ্লেক্সে চুক্তির ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গার্ডেনিং) নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বরঃ ২৭/২০২৪।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বটানি/ এগ্রিকালচারে ডিগ্রি।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখের হিসেবে।

বয়সঃ ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৫৭০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The office of the  Sr. Dy. Manager (P&HR), Haldia Dock Complex, Jawahar Tower,

PO: Haldia Township, Dist: Purba Medinipur, WN, PIN: 721607 ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘Application for contractual engagement of Assistant Manager (Gardening) under HDC’.

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে কর্মী নিয়োগ