কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে নিয়োগ

573
0
Shyama Prasad Mukherjee Port Recruitment 2024

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে চুক্তির ভিত্তিতে রেডিও অফিসার নিয়োগ করা হবে। Shyama Prasad Mukherjee Port Recruitment 2024

এই মুহূর্তে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতাঃ জিএমডিএসএস (জিওসি) বৈধ সার্টিফিকেট। সঙ্গে বোর্ড ভেসেলস/ স্টেশন রেডিও অফিসার/ইলেক্ট্রো টেকনিক্যাল অফিসার/ সেকেন্ড অফিসার হিসেবে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৪৬৫০০ টাকা। বয়সঃ বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে ‘The Director, Marine Department, Shyama Prasad Mukherjee Port, Kolkata, 15, Strand Road, Kolkata- 700001’ ঠিকানায়।

খামের উপরে লিখতে হবে ‘Application for engagement as Radio Officer (on contract)’।

ইন্টারিভউয়ের দিন সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি, সচিত্র পরিচয়পত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। Shyama Prasad Mukherjee Port Recruitment 2024

 নোটিসটি দেখতে ক্লিক করুন