শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

413
0
Siliguri Municipal Corporation Recruitment 2024

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৩৫টি শূন্যপদে অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে। Siliguri Municipal Corporation Recruitment

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৪৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ২৬ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৪.৩০এর মধ্যে পৌঁছতে হবে The Commissioner,

Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri- 734001 ঠিকানায়। Siliguri Municipal Corporation Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন