শিলিগুড়ি পুরসভায় ইঞ্জিনিয়ার নিয়োগ

871
0
Siliguri Municipal Corporation Recruitment

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ২ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। (Siliguri Municipal Corporation vacancy)

মেমো নম্বর: 75 ESTT./SMC.

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

বয়স: ১ এপ্রিল ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৪-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ১৬,৫০০ টাকা।

আবেদনের পদ্ধতি: বয়োডেটা সহ যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, PO- Siliguri, Dist- Darjeeling, Pin- 734001 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৬ মে ২০২৩ তারিখের মধ্যে।

নোটিসটি দেখতে ক্লিক করুন