শিলিগুড়ি পুরসভায় ম্যানেজার, কুক, সার্ভেয়ার, আইটি পার্সোনাল নিয়োগ

1503
0
Siliguri Municipal Corporation Recruitment

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Siliguri Municipality) জন্য একাধিক পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর – 183/Escc/SMC, Date: 25/08/2021

যোগ্যতা, বয়সসীমা ও বেতন :
১) ওএসডি (লিগ্যাল) – স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি হবে। আইনগত কাজে ১০ বছরের অভিজ্ঞতা লাগবে। ১ জানুয়ারি, ২০২১ বয়স হতে হবে ৩৭ বছর। মাসিক বেতন হবে ১৬,৫০০ টাকা।

২) ম্যনেজার (অতিথি নিবাস) – সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ / হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ডিগ্রি। ২ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। মাসিক বেতন ৩০,০০০ টাকা।

৩) কুক (অতিথি নিবাস) – অষ্টম শ্রেণী উত্তীর্ন হতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর। মাসিক বেতন হবে ১১ হাজার।

৪) সার্ভেয়র – মাধ্যমিক বা সমতুল উত্তীর্ন হতে হবে। এর সাথে সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সার্ভেয়রশিপ এর যোগ্যতা থাকতে হবে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর। মাসিক বেতন হবে ১৫ হাজার।

৫) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল ও ইলেক্ট্রিকাল) – সংশ্লিট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। মাসিক বেতন ১৬,৫০০ টাকা।

৬) আইটি পার্সোনাল – বিসিএ/আইটি নিয়ে বিএসসি ডিগ্রি লাগবে। অভিজ্ঞতা থাকলে ভালো। ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর। মাসিক বেতন হবে ১০ হাজার।

আবেদন : আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন পাঠাতে হবে। আবেদন পত্র, বায়ো-ডাটা সহ সমস্ত প্রয়োজনীয় নথির নিজের এটাস্টেড কপি দিতে হবে। নিজের স্বাক্ষর করা একটি ছবি সাঁটিয়ে দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা : To, The Commissioner
Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist – Darjeeling, Pin – 734001.

বিজ্ঞপ্তি দেখা যাবে : ক্লিক করুন এখানে