কলকাতার সাহা ইনস্টিটিউটে ক্লার্ক, ইঞ্জিনিয়ার নিয়োগ

1115
0
SINP Kolkata Recruitment

সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স কলকাতায় ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। SINP Kolkata Recruitment

বিজ্ঞপ্তি নম্বর: SINP/Estt./Advt./08/2023.

শূন্যপদ: ইঞ্জিনিয়ার সি: ২, টেকনিশিয়ান বি (ইলেক্ট্রিক্যাল ওয়্যারিং, সার্ভিসিং, মেন্টেন্যান্স): ৫, টেকনিশিয়ান বি (এসি মেন্টেন্যান্স,

এসি প্ল্যান্ট অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স): ১,

টেকনিশিয়ান বি (অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স অব কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস): ৩,

টেকনিশিয়ান বি (ট্রেসার/ ড্রাফটসম্যান ফর ড্রয়িং অফিস): ১, লোয়ার ডিভিশন ক্লার্ক: ৫।

আইআইটি খড়গপুরে নন-টিচিং স্টাফ নিয়োগ

যোগ্যতা ও বয়স: ইঞ্জিনিয়ার: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট (৬০ শতাংশ নম্বর) ইঞ্জিনিয়ার (বিই/ বিটেক বা সমতুল)।

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

টেকনিশিয়ান বি (ইলেক্ট্রিক্যাল ওয়্যারিং/ সার্ভিসিং/ মেন্টেন্যান্স, এসি মেন্টেন্যান্স, এসি প্ল্যান্ট অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স,

অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স অব কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস, ট্রেসার/ ড্রাফটসম্যান): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট সঙ্গে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে আইটিআই।

এক বছরের আইটিআই সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা

এবং দু বছরের আইটিআই সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সংশ্লিষ্ট ফিল্ডে ইলেক্ট্রিক্যাল লাইসেন্স এবং প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বাঞ্ছনীয়।

বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর।

লোয়ার ডিভিশন ক্লার্ক: যে কোনো শাখায় স্নাতক। ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপ করতে হবে।

১৫০০০ কি ডিপ্রেশন প্রতি ঘণ্টায়। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর।

সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ২৫ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পিএসসির মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

টেকনিশিয়ান বি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের সাথে স্কিল টেস্টও হবে।

আবেদনের ফি: ইঞ্জিনিয়ার পদে আবেদনের ফি ৫০০ টাকা, অন্যান্য পদগুলির ক্ষেত্রে আবেদনের ফি ৩০০ টাকা।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.saha.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে টেকনিশিয়ান

পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Registar, Registrar’s Office, Saha Institute of Nuclear Physics, 1/AF, Bidhannagar, Kolkata- 700064 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দুপুর ৩টের মধ্যে। SINP Kolkata Recruitment

খামের উপরে লিখতে হবে ‘Application for the post of ………., Post Code…….., Category……….’ অনলাইন আবেদন করা যাবে ২৫ আগস্ট ২০২৩ তারিখ দুপুর ৩টে পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন