স্টাফ সিলেকশনের সিএইচএসএল ও সিজিএলের স্কিল টেস্ট

852
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এগজামিনেশন ও কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশনের স্কিল টেস্টের দিন জানানো হয়েছে। সিএইচএসএলের টেস্ট হবে আগামী ২৬ নভেম্বর, সিজিএলের ১৮ ও ১৯ ডিসেম্বর। টাইপ টেস্ট/ডেটা এন্ট্রি স্কিল টেস্ট হবে ইংলিশ (ইউনাইটেড স্টেটস) টাইপফেসে। টেস্টের পর টাইপ করা টেক্সটের কোনো প্রিন্ট-আউট নেওয়া যাবে না। কমিশনের ২৯ অক্টোবরের এই বিজ্ঞপ্তি (F.No.08/02/2020-C-I) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/IMPORTANT%20NOTICE_29102020.PDF

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল