Site icon জীবিকা দিশারী

শিলিগুড়ি পুরনিগমে কর্মী নিয়োগ

SMC Recruitment 2024

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে চুক্তির ভিত্তিতে এসএই (সিভিল) পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ১৬৫০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতিঃ বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ আবেদন করতে হবে

The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, PO- Siliguri, Dist- Darjeeling, PIN- 734001 ঠিকানায়।

খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF………….’

বায়োডেটা ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৪.৩০ মিনিটের মধ্যে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

ইউকো ব্যাঙ্কে অফিসার নিয়োগ

Exit mobile version