নির্বাচন: জেনে নিন আপনার নিজের কেন্দ্রের জেলা সম্পর্কে প্রাথমিক পরিচিতি

2545
0
West Bengal, South 24 PGS, WB Assembly Election

কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। একজন নাগরিক হিসাবে ভোটাধিকার প্রদান করার গুরুত্ব‌ই আলাদা, গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার জন্যে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের পূর্বে অবশ্যই জেনে রাখা উচিত নিজের কেন্দ্র, নিজের জেলা সম্পর্কে সাধারণ কিছু তথ্য।

আজকের জেলা : দক্ষিণ ২৪ পরগনা (South 24 PGS)

১) ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গদেশের দক্ষিনাংশের ২৪টি মহলের দায়িত্ব নেওয়ার পর থেকে ২৪ পরগনা নামটি উঠে আসে। ১৯৮৬ সালে তৎকালীন দুটি মহকুমা আলিপুর ও ডায়মন্ড হারবার নিয়ে তৈরি হয় দক্ষিণ ২৪ পরগনা।

২) আয়তনের দিক থেকে সবচেয়ে বড় (9960 বর্গকিমি) এবং জনসংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা জেলা হল দক্ষিণ ২৪ পরগনা।

৩) মোট ৩১টি বিধানসভা ও পাঁচটি লোকসভা কেন্দ্র পড়ে এই জেলার মধ্যে।

৪) এই জেলার সাক্ষরতার হার ৭৮.৫৭ শতাংশ এবং লিঙ্গ অনুপাত ৯৪৯ ।

৫) দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোট পাঁচটি সাব ডিভিশন (আলিপুর সদর, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, কাকদ্বীপ) রয়েছে । পুরো জেলায় মোট ৩৩টি থানা, ২৯টি ব্লক, ৭টি পুরসভা ও ৩১০টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে।

৬) এই জেলায় হিন্দু ধর্মাবলম্বী ৬৩.১৭%, ইসলাম ধর্মালম্বী ৩৫.৫৭%, খ্রিস্টান ধর্মালম্বী০.৮১%, অন্যান ধর্মাবলম্বী ০.৪৪% রয়েছেন। এই জেলায় বাংলা ভাষী রয়েছে ৯৭.৮২%, হিন্দিভাষী রয়েছে ১.৬৮% এবং অন্যান্য ভাষী রয়েছেন ০.৫০%।

৭) কৃষি ব্যবস্থা, মৎস্য ব্যবস্থা, বস্ত্র শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর নির্ভর করে রয়েছে এই জেলার অর্থনৈতিক পরিকাঠামো।

৮) এই জেলার লোকসংখ্যা ৮১ লক্ষ ৬২ হাজার (২০১১ সেন্সাস অনুযায়ী) এবং জনঘনত্ব ৮২০ প্রতি বর্গকিমি।

৯) দক্ষিণ ২৪ পরগনা জেলার ভ্রমনস্থলের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সুন্দরবন অভয়ারণ্য (ওয়ার্ল্ড হেরিটেজ) এবং গঙ্গাসাগর। এছাড়াও রয়েছে বকখালি, ডায়মন্ডহারবার, ফলতা সহ আরো ছোট-বড় নদীকেন্দ্রিক ভ্রমণস্থান।

১০) রাজ্যের একমাত্র মহিলা বিশ্ববিদ্যালয় (Diamond Harbour Women’s University) এই জেলাতেই, ডায়মন্ড হারবারে।

West Bengal, South 24 PGS, WB Assembly Election