মাধ্যমিক পাশে পুরসভায় কর্মী নিয়োগ

2945
0
Kharagpur Municipality Recruitment
Courtesy: UNICEF

দক্ষিণ দমদম পুরসভায় ১৩ জন অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

মেমো নম্বর: SDM/0757/XXIV. নিচের যোগ্যতার কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ। প্রার্থীকে অবশ্যই দক্ষিণ দমদম পুরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বিবাহিত/ বিধবা/ বিবাহ-বিচ্ছিন্না হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসিএ/বি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর।

পারিশ্রমিক: প্রতি মাসে ৪৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

এই মুহূর্তে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। দক্ষিণ দমদম পুরসভার সেকেন্ড ফ্লোরে নোটিস বোর্ড থেকে দরখাস্তের বয়ান পাওয়া যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পুরসভার গ্রাউন্ড ফ্লোরে রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে ২৫ আগস্ট ২০২২ তারিখের মধ্যে।

যে সব প্রার্থীরা রিক্রুটমেন্ট নোটিস নম্বর:SDM/0884/XXIV –এ আবেদন করেছিলেন তাঁদের পুনরায় আবেদন করতে হবে না।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য https://sddm.ind.in ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

আরও খবর পড়ুন: এনসিসি যোগ্যতায় আর্মিতে ৫৫ পুরুষ-মহিলা নিয়োগ