Site icon জীবিকা দিশারী

ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় ৪  মেডিকেল টেকনোলজিস্ট

Purba Bardhaman Recruitment 2024

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় ৪টি মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি  প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 1846/2020-21, date: 06/11/2020.

শূন্যপদ: অসংরক্ষিত ২, এসসি ১, এসটি ১।

যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উচ্চমাধ্যমিক বা  সমতুল উত্তীর্ণ। সঙ্গে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত ২ বছরের  ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে  ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী ২১ থেকে ৩৯-এর মধ্যে।  সংরক্ষিত পদের জন্য নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।  

পারিশ্রমিক: ২০,০০০ টাকা প্রতি মাসে।

ইন্টারভিউ: আগামী ১৩ নভেম্বর সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে। রিপোর্টিং সময় সকাল ১১টা থেকে সাড়ে বারোটার মধ্যে।  ইন্টারভিউয়ের দিন নির্ধারিত বয়ানে আবেদন পত্র, আবেদন ফি হিসাবে একটি নন-রিফান্ডেবল ডিমান্ড ড্রাফট (জেনারেল প্রার্থীদের ১০০ টাকার, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫০ টাকার ) নিয়ে যেতে হবে। ড্রাফট হবে District Health & Family Welfare Samity-র অনুকূলে Payable at Diamond Harbour. এছাড়াও সমস্ত প্রয়োজনীয় নথি ও তার ফটো কপি নিয়ে যেতে হবে। নিজের স্বাক্ষর করা ২ কপি ছবিও নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ স্থল: Office of the Chief Medical Officer of Health, Diamond Harbour Health District.

 আবেদন পত্রের নমুনা ডাউনলোড ও বিজ্ঞপ্তির লিঙ্ক: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/1846.pdf

 

Exit mobile version