স্পোর্টস অথরিটিতে ১০৫ কোচ নিয়োগ

1395
0
SAI

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় ডেপুটেশন ভ্যাকান্সিতে ১০৫ জন অ্যাসিস্ট্যান্ট কোচ, কোচ, সিনিয়র কোচ ও চিফ কোচ নিয়োগ করা হবে।

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট কোচ: ৩৫, কোড: ৩৫, সিনিয়র কোচ: ২৫, চিফ কোচ: ১০।

যোগ্যতা: এসএআই/এনএস/এনআইএস বা কোনো ভারতীয়/ বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কোচিংয়ে ডিপ্লোমা অথবা অলিম্পিক/ প্যারাঅলিম্পিক/ আন্তর্জাতিক খেলায় প্রতিনিধিত্ব অথবা দ্রোণাচার্য পুরস্কার প্রাপক।  দরখাস্ত করতে হবে নিয়োগকর্তৃপক্ষের মাধ্যমে।

বেতনক্রম: অ্যাসিস্ট্যান্ট কোচ পদে ৩৫৪০০-১১২৪০০ টাকা, কোচ পদে ৫৬১০০-১৭৭৫০০ টাকা, সিনিয়র কোচ পদে ৬৭৭০০-২০৮৭০০ টাকা, চিফ কোচ পদে ৭৮৮০০-২০৯২০০ টাকা।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র সহ যাবতীয় প্রমাণপত্রাদি ৩১ মার্চের মধ্যে পৌঁছতে হবে Deputy Director (Coaching), Sports Authority of India, Jawaharlal Nehru Stadium Complex (East Gate), Gate No 10, Lodhi Road, New Delhi- 110003 ঠিকানায়।

https://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=14281 লিঙ্কে গিয়ে বিশদ বিজ্ঞপ্তি সহ দরখাস্তের বয়ান পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল