স্পোর্টস অথরিটিতে ২১ ক্রীড়াবিদ

1182
0
sports authority of india recruitment

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াতে চুক্তির ভিত্তিতে ২১ জন ইয়াং প্রফেশনাল (অ্যাথলিট রিলেশন ম্যানেজার) নিয়োগ করা হবে (sports authority of india recruitment)।

বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২১।

যাঁরা পূর্বের বিজ্ঞপ্তি নম্বর SAI/Pers.2074/2019-20/3rd batch  dated 02.03.2021-এর ইয়াং প্রফেশনাল পদের জন্য আবেদন করেছিলেন তাঁদের অবশ্য পুনরায় আবেদন করতে হবে না।

যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে যে-কোনো শাখায় স্নাতক/ স্পোর্টস ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স(সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স, ৬ মাসের বেশি সময়সীমার হতে হবে)

সঙ্গে দু বছরের অভিজ্ঞতা অথবা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে এমবিএ বা পিজিডিএম (দু বছরের) সঙ্গে এক বছরের অভিজ্ঞতা।

বাঞ্ছনীয়: যে-কোনো স্পোর্টস ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ।

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

বেতনক্রম: ৪০০০০-৬০০০০ টাকা।

আবেদনের পদ্ধতি: https://sportsauthorityofindia.nic.in/saijobs ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত (sports authority of india recruitment)।

জন্মতারিখের প্রমাণপত্র স্বরূপ আধার কার্ড/ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কশিট,

সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি দিতে হবে।

 

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

কোথায় কোন কোন চাকরির আবেদন চলছে দেখতে ক্লিক করুন