কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অ্যানিমেটর, আপার ডিভিশন ক্লার্ক, SRFTI Recruitment 2024
ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, প্রোজেকশন অ্যাসিস্ট্যান্ট, লাইটিং অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা ও বয়সঃ অ্যানিমেটরঃ ফাইন আর্টস ডিগ্রি সঙ্গে থ্রিডি অ্যানিমেশন সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার গ্রাফিক্সে সার্টিফিকেট বা ডিপ্লোমা।
সংশ্লিষ্ট কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।
আপার ডিভিশন ক্লার্কঃ দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি/ হিন্দিতে ৩৫/৩০ শব্দের গতিতে টাইপিং।
কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং ক্ল্যারিক্যাল পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর।
ক্যামেরা অ্যাসিস্ট্যান্টঃ মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর।
প্রোজেকশন অ্যাসিস্ট্যান্টঃ মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
ফিল্ম প্রোজেকশন লাইসেন্স থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর।
লাইটিং অ্যাসিস্ট্যান্টঃ মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা। লাইসেন্স থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর।
ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগ
আবেদনের ফিঃ ১২০০ টাকা। https://www.onlinesbi.sbi/sbicollect/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদনের ফি দিতে হবে।
তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
উচ্চমাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ
আবেদনের পদ্ধতিঃ https://forms.gle/iNP67iiwvJ8JWzqA9 লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ৯ সেটেম্বর ২০২৪ তারিখ বিকাল ৫টার মধ্যে পাঠাতে হবে
To The Registrar, Satyajit Ray Film & Television Institute, EM Bypass Road, Panchasayar, Kolkata: 700094 ঠিকানায়। SRFTI Recruitment 2024