সশস্ত্র সীমাবলে মাধ্যমিক যোগ্যতায় সাব-ইনস্পেক্টর নিয়োগ

2766
0
SSB recruitment

কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের অধীন সশস্ত্র সীমাবলে ১১৬ সাব-ইনস্পেক্টর (পায়োনিয়ার, স্টাফ নার্স-মহিলা, ড্রাফটসম্যান অ্যান্ড কমিউনিকেশন) নিয়োগ করা হবে (SSB recruitment)৷

প্রার্থী যে-কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন৷

শূন্যপদ: সাব-ইনস্পেক্টর (পায়োনিয়ার): ১৮, সাব-ইনস্পেক্টর (ড্রাফটসম্যান): ৩,

সাব-ইনস্পেক্টর (কমিউনিকেশন): ৫৬, সাব-ইনস্পেক্টর (স্টাফ নার্স-মহিলা): ৩৯৷

যোগ্যতা: সাব-ইনস্পেক্টর (পায়োনিয়ার): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা৷

সাব-ইনস্পেক্টর (ড্রাফটসম্যান): ম্যাট্রিকুলেশন সঙ্গে দু বছরের ন্যাশনাল ট্রেডসম্যান সার্টিফিকেট

এছাড়া অটোক্যাডে এক বছরের সার্টিফিকেট কোর্স বা অভিজ্ঞতা৷

সাব-ইনস্পেক্টর (কমিউনিকেশন): ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স সহ সায়েন্সেৃ ডিগ্রি৷

সাব-ইনস্পেক্টর (স্টাফ নার্স-মহিলা): বিজ্ঞান শাখায় ১০+২ পাশ বা সমতুল৷ জেনারেল নার্সিংয়ে তিন বছরের ডিপ্লোমা,

সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে এবং কোনো হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা৷

আবেদনের ফি: ২০০ টাকা, নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.ssbrectt.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে (SSB recruitment)৷

নোটিসটি দেখতে  ক্লিক করুন

ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে   ক্লিক করুন