স্টাফ সিলেকশন কমিশনের কয়েকটি পরীক্ষার ফল বেরোনো ও পরবর্তী স্ক্রুটিনির সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আপাতত ঠিক আছে, ২০১৮-র স্টেনোগ্রাফার গ্রেড-‘সি’ ও ‘ডি’ নিয়োগের লিখিত পরীক্ষার ফল বেরোবে আগামী ১৫ এপ্রিল।
সিলেকশন পোস্টস (ফেজ-সিক্স) (ম্যাট্রিক লেভেল)-এর পরবর্তী পর্যায়ের স্ক্রুটিনির সম্ভাব্য তারিখ ১০ মে।
সিলেকশন পোস্টস (ফেজ-সিক্স) (হায়ার সেকেন্ডারি লেভেল)-এর পরবর্তী পর্যায়ের স্ক্রুটিনির সম্ভাব্য তারিখ ১৭ মে।
সিলেকশন পোস্টস (ফেজ-সিক্স) (গ্র্যাজুয়েট লেভেল)-এর পরবর্তী পর্যায়ের স্ক্রুটিনির সম্ভাব্য তারিখ ২৫ মে।
২০১৮-র কেন্দ্রীয় পুলিশ বাহিনীগুলির (দিল্লি পুলিশ সহ) সাব-ইনস্পেক্টর ও কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর অ্যাসিঃ সাব-ইনস্পেক্টর নিয়োগের লিখিত পরীক্ষার পেপার-ওয়ানের ফলও ২৫ মে বেরোবে বলে আপাতত ঠিক আছে।
২০১৮-র কেন্দ্রীয় পুলিশ বাহিনীগুলির (এনআইএ ইত্যাদি সহ) কনস্টেবল (জিডি) ও অসম রাইফেলসের রাইফেলম্যান নিয়োগের লিখিত পরীক্ষার ফল বেরোতে পারে ৩১ মে।
তারিখগুলি চূড়ান্ত হলে পরে সেইমতো জানানো হবে। এই সম্ভাব্য তারিখগুলির ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Status_of_Results_as_on_29.03.2019.pdf