এসএসসি সিজিএল, ২০১৯ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত

1068
0
CGL 2019 result

প্রকাশিত হল কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের (SSC) কম্বাইড গ্র্যাজুয়েট লেভেল, ২০১৯ (CGL, 2019) পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এসএসসির ওয়েবসাইটে বিস্তারিত কাট অফ মাকর্স সহ চূড়ান্ত তালিকা আপলোড করে দেওয়া হয়েছে।

আরো খবর : বেসিলে উচ্চমাধ্যমিক, স্নাতক যোগ্যতায় অফিস অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর ৩৭৮

মোট ৮৪২৮ জনের চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকা https://ssc.nic.in/ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের ব্যক্তিগত ফলাফল আগামী ১৯ এপ্রিল, ২০২২ থেকে এসএসসির ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হব। নিজেদের রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে পরীক্ষার্থীরা নিজস্ব ফলাফল চেক করে নিতে পারবেন।

ফলাফল চেক ককরার লিঙ্ক : ক্লিক করুন এখানে 

কাট অফ সংক্রান্ত বিজ্ঞপ্তির লিঙ্ক : ক্লিক করুন এখানে