SSC CGL 2023 : স্নাতক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের ৭৫০০ পদে নিয়োগ

3380
0
B.Ed course admission

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, ২০২৩ (SSC CGL EXAM 2023) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

 মোট শূন্যপদের সংখ্যা ৭৫০০

শিক্ষাগত যোগ্যতা:  ১) অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার/ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার  : 

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি। এর সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা কোম্পোনি সেক্রেটারিশিপ অথবা কমার্স/ বিজনেস স্টাডিজ/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স) অথবা বিজনেস ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি থাকা বাঞ্চনীয়।

 ২) জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার :

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে-কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি (অন্তত দ্বাদশ শ্রেণি স্তরে ম্যাথমেটিক্সে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে)অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্ট্যাটিস্টিক্স একটি বিষয় সহ যে-কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি।

৩) স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর :

স্ট্যাটিস্টিক্স নিয়ে স্নাতক ডিগ্রি। স্নাতক স্তরে প্রতি বর্ষে স্ট্যাটিস্টিক্স বিষয় পড়ে থাকতে হবে।

 ৪) বাকি পদগুলির ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি। তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (সিএসএস), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (এমইএ), অ্যাসিস্ট্যান্ট সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস ও অ্যাসিস্ট্যান্ট (জিএসআই) পদের জন্য কম্পিউটার দক্ষতা থাকা দরকার।

 বয়সসীমা (১ অগাস্ট, ২০২৩ তারিখ অনুযায়ী) :

১) গ্রুপ বি গেজেটেড পদগুলির জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

২) গ্রুপ বি পদগুলির জন্য ১৮ থেকে ৩০ এবং কিছু ক্ষেত্রে ২০ থেকে ৩০ বছর।

৩) গ্রুপ সি পদগুলির জন্য ১৮ থেকে ২৭ বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

৪) বেশ কিছু পদের ক্ষেত্রে নির্দিষ্ট শারীরিক মাপজোক থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: https://ssc.nic.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

নিজস্ব বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩ মে, ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত।

দরখাস্তে শিক্ষাগত যোগ্যতার কোড, পাশ করা বিষয়ের কোড, কাস্ট ইত্যাদির কোড লিখতে হবে স্টাফ সিলেকশন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী, তালিকা পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটেই।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন করা যাবে ৩ এপ্রিল, ২০২৩ থেকে ৩ মে, ২০২৩ তারিখ পর্যন্ত।

অনলাইন ফি পেমেন্ট করা যাবে ৪ মে, ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত।

অফলাইনের জন্য চালান ডাউনলোড করা যাবে ৪ মে, ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত।

চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ মে, ২০২৩ তারিখ।

টিয়ার ওয়ান পরীক্ষার সম্ভাব্য সময় জুলাই, ২০২৩।