স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল স্কিল টেস্টের তারিখ

869
0
ssc cgl result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার টিয়ার থ্রির ফল বেরিয়েছে গত ৩০ সেপ্টেম্বর। টিয়ার-থ্রির সফল প্রার্থীদের স্কিল টেস্ট হবে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর। সারাদেশে একই দিনে ওই টেস্ট হবে। স্কিল টেস্টের ধরন-ধারণের ব্যাপারে পরীক্ষার্থীদের অবহিত করার জন্য কমিশনের ওয়েবসাইটে একটি ডেমোরও আয়োজন করা হবে কিছুদিনের মধ্যে। কমিশনের ৯ অক্টোবরের এই বিজ্ঞপ্তিটি (F.No.8/2 /2020.CII) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ImportantNotice_09102020.PDF

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল