এসএসসি সিএইচএসএল, ২০১৯ টিয়ার-১ পরীক্ষার ফলপ্রকাশ 

schedule
2021-01-16 | 06:30h
update
2021-01-16 | 06:30h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

স্টাফ সিলেকশন কমিশনের (SSC) মাধ্যমে ২০১৯-এর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) টিয়ার ১ (CHSL 2019) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ব্যাচে ভাগ করে ১৭  মার্চ থেকে ১৯ মার্চ অক্টবর, ২০২০, ১২ অক্টোবর, ২০২০ থেকে ১৬ অক্টোবর, ২০২০ এবং ২৬ অক্টবর, ২০২০ তারিখ পর্যন্ত।

Advertisement

সব মিলিয়ে টিয়ার-২ পরীক্ষার জন্য ৪৪,৮৫৬ জন প্রার্থী সফল হয়েছেন। অসংরক্ষিত প্রার্থীদের কাটঅফ মার্কস এসেছে ১৫৯.৫২। এসসি ও এসটি প্রাথীদের যথাক্রমে ১৩৬.১০ এবং ১২৭.৩২।

দ্বিতীয় ভাগের অর্থাৎ টিয়ার-২ পরীক্ষা নেওয়া হবে আগামী ১৪ ফেব্রুয়ারি, ২০২১। সফল প্রার্থীদের জন্য পরীক্ষার এক সপ্তাহ আগে অ্যাডমিশন সার্টিফিকেট আপলোড করা হবে।

বিস্তারিত ফলাফল লিঙ্ক: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ROLL_LDC_15012021.pdf

কাট -অফ মার্কস সহ বিস্তারিত বিজ্ঞপ্তি: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/CHSL_2019_Tier1_result_15012021.pdf

ক্লিক করুন –  জীবিকা দিশারী টেলিগ্রাম চ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 12:12:48
Privacy-Data & cookie usage: