এসএসসির মাধ্যমে ১৪১১ ড্রাইভার নিয়োগ

1947
0
Driver Recruitment 2024

দিল্লি পুলিশে ১৪১১ জন কনস্টেবল (ড্রাইভার) নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন (ssc constable driver recruitment 2022)।

নিচের যোগ্যতার কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ওপেন ভ্যাকান্সি: ১২৭০ (অসংরক্ষিত ৫৪৩, ইডব্লুএস ১২৮, ওবিসি ৩১৮, তপশিলি জাতি ২৩৬, তপশিলি উপজাতি ৪৫)।

প্রাক্তন সেনাকর্মী ভ্যাকান্সি: ১৪১ (অসংরক্ষিত ৬১, ইডব্লুএস ১৪, ওবিসি ৩৫, তপশিলি জাতি ২৬, তপশিলি উপজাতি ৫)।

বেতনক্রম: পে লেভেল থ্রি অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ১ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৯২ থেকে ১ জুলাই ২০০১ সালের মধ্যে হতে হবে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ। ভারী যান চালানোর দক্ষতা থাকতে হবে

এবং কাজ চালানোর মতো ভারী যানের মেন্টেন্যান্সের কাজ জানতে হবে। ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৯ জুলাই ২০২২ তারিখের হিসেবে।

 মাধ্যমিক যোগ্যতায় রেলে অ্যাপ্রেন্টিসের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড পরীক্ষা, ফিজিক্যাল এনডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট, ট্রড টেস্ট

এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার বেসড পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস,

জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল এবিলিটি, রোড সেন্স, ভিকল মেন্টেন্যান্স প্রভৃতি।

মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট। ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: ১০০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ভিম ইউপিআই/ ম্যাস্ট্রো/ মাস্টার কার্ডের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৯ জুলাই ২০২২ তারিখ রাত ১১টা পর্যন্ত।

কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর ২০২২-এ। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (ssc constable driver recruitment 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন