কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে ২৫২৭১ কনস্টেবল, রাইফেলম্যান

5371
0
SSC Constable GD recruitment 2021

কেন্দ্রীয় সরকারের ৬টি আধাসামরিক বাহিনী (বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ ও আসাম রাইফেলস) (SSC Constable GD recruitment 2021)

এবং এনআইএতে কনস্টেবল (জেনারেল ডিউটি) এবং আসাম রাইফেলসে রাইফেলম্যান (জেনারেল ডিউটি) পদে ২৫২৭১ জন তরুণ-তরুণী নিয়োগ করা হবে।

প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন৷

শূন্যপদের বিন্যাস: ১) বর্ডার সিকিউরিটি ফোর্স: পুরুষ: শূন্যপদ ৬৪১৩ (তপশিলি জাতি ১০২৬, তপশিলি উপজাতি ৬০৩, ওবিসি ১৪৫৩, ইডব্লুএস ৬৪১, অসংরক্ষিত ২৬৯০)।

মহিলা: শূন্যপদ ১১৩২ (তপশিলি জাতি ১৭৬, তপশিলি উপজাতি ১১০, ওবিসি ২৫৫, ইডব্লুএস ১১৩, অসংরক্ষিত ৪৭৮)।

২) সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ): পুরুষ: শূন্যপদ ৭৬১০ (তপশিলি জাতি ১১৩৩, তপশিলি উপজাতি ৭৮৬, ওবিসি ১৭১৪, ইডব্লুএস ৭৬০, অসংরক্ষিত ৩২১৭)।

মহিলা: শূন্যপদ ৮৫৪ (তপশিলি জাতি ১২৮, তপশিলি উপজাতি ৮৬, ওবিসি ১৯৩, ইডব্লুএস ৮৮,  অসংরক্ষিত ৩৫৯)।

৩) সশস্ত্র সীমাবল (এসএসবি): পুরুষ: শূন্যপদ ৩৮০৬ (তপশিলি জাতি ৬০৪, তপশিলি উপজাতি ৩১৪, ওবিসি ৮৯২, ইডব্লুএস ৩৮০, অসংরক্ষিত ১৬১৬)।

৪) ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি): পুরুষ: শূন্যপদ ১২১৬ (তপশিলি জাতি ১৭৭, তপশিলি উপজাতি ১৩১, ওবিসি ২৫০, ইডব্লুএস ৯৫, অসংরক্ষিত ৫৬৩)।

মহিলা: শূন্যপদ ২১৫ (অসংরক্ষিত ২৮, তপশিলি উপজাতি ২০, ওবিসি ৪২, ইডব্লুএস ৮, অসংরক্ষিত ১১৭)।

৫) আসাম রাইফেলস (এআর): পুরুষ: শূন্যপদ ৩১৮৫ (তপশিলি জাতি ৩৯১, তপশিলি উপজাতি ৫০৮, ওবিসি ৬১৫,  ইডব্লুএস ৩১৭, অসংরক্ষিত ১৩৫৪)।

মহিলা: শূন্যপদ ৬০০ (তপশিলি জাতি ৭১, তপশিলি উপজাতি ৯৯, ওবিসি ১১৫, ইডব্লুএস  ৬০, অসংরক্ষিত ২৫৫)।

৬) এনআইএ: শূন্যপদের হিসেব এখনও জানা যায়নি৷

৭) এসএসএফ: পুরুষ: শূন্যপদ ১৯৪ (তপশিলি জাতি ২৮, তপশিলি উপজাতি ১৪, ওবিসি ৪৯, ইডব্লুএস ১৯, অসংরক্ষিত ৮৪)।

মহিলা: শূন্যপদ ৪৬ (তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১১, ইডব্লুএস ৪, অসংরক্ষিত ২১)।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যট্রিকুলেশন বা দশম শ্রেণি/সমতুল পাশ।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে।

বেতনক্রম: মুল বেতন পে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ১ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯৮ থেকে ১ আগস্ট ২০০৩)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর),

জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়্যারনেস (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর),

এলিমেন্টারি ম্যাথমেটিক্স (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), ইংলিশ/হিন্দি (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর)।

অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট। মাধ্যমিক স্তরের প্রশ্ন। পরীক্ষা হবে ইংরেজি এবং হিন্দিতে।

লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইটে।

ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে পুরুষ প্রার্থীদের ২৪ মিনিটে ৫ কিলোমিটার দৌড়োতে হবে,

মহিলা প্রার্থীদের আট মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিলোমিটার দৌড়োতে হবে।

প্রাক্তন সেনাকর্মীদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দিতে না হলেও তাঁদের মেডিকেল পরীক্ষা হবে।

শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা দরকার ১৭০ সেন্টিমিটার ও বুকের ছাতি ন্যূনতম ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ না ফুলিয়ে ৮০ সেন্টিমিটার।

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটার। তপশিলি উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার

ও বুকের ছাতি ন্যূনতম ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ না ফুলিয়ে ৭৬ সেন্টিমিটার।

তপশিলি উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেন্টিমিটার। উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের জন্য উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার,

বুকের ছাতি ন্যূনতম ৫ সেন্টিমিটার ফোলনোর ক্ষমতা সহ না ফুলিয়ে ৭৭ সেন্টিমিটার।

উত্তর-পূর্বাঞ্চলের মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫২.৫ সেন্টিমিটার। উত্তর-পূর্বাঞ্চল ও নকশাল প্রভৃতি উগ্রপন্থী উপদ্রুত এলাকার তপশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার ও মহিলা প্রার্থীদের উচ্চতা ১৪৭.৫ সেন্টিমিটার।

মেডিকেল স্ট্যান্ডার্ড: দুচোখে চশমা বা চিকিৎসার মাধ্যমে সংশোধন ছাড়া ন্যূনতম দূরের দৃষ্টি হতে হবে ৬/৬ এবং ৬/৯।

কাছের দৃষ্টি ভালো চোখে এন ৬, খারাপ চোখে এন ৯।

দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯। হাই কালার ও বাইনোকুলার ভিশন থাকতে হবে।

কোনো ধরনের চক্ষূরোগের বা দৃষ্টিশক্তির সংশোধন অনুমোদিত নয়।

ডানহাতি ব্যক্তির ক্ষেত্রে ডান চোখে ভালো দেখতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা,

শিরাস্ফীতি বা ট্যারা চাউনি থাকলে আবেদন করা যাবে না। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

ডেবিট/ ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা এসবিআই চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: http://www.ssc.nic.in ওয়েবাসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।

নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত৷

দরখাস্তে তপশিলি প্রভৃতি প্রার্থীদের সংরক্ষণের জন্য কোড নম্বর উল্লেখ করতে হবে এইভাবে: তপশিলি (০১), ওবিসি (০২), প্রাক্তন সেনাকর্মী (০৩)।

যোগাযোগের প্রয়োজনে: স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চলের ঠিকানা (পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জর শূন্যপদের প্রার্থীদের জন্য):
Regional Director (ER), Staff Selection Commission, 1st MSO Building, 8th Floor, 234/4, Acharya Jagadish Chandra Bose Road, Kolkata, West Bengal-700020 (www.sscer.org)।

বাকি রাজ্য গুলির ঠিকানা সম্পর্কে ওয়েবসাইট থেকে জানা যাবে (SSC Constable GD recruitment 2021)।

নোটিফিকেশন দেখতে  ক্লিক করুন

 

কলকাতা পুলিশে ৩৩০ সাবইনস্পেক্টর, লেডি সাবইনস্পেক্টর ও সার্জেন্ট নিয়োগের খবর দেখতে ক্লিক করুন