দিল্লি পুলিশে ৭৫৪৭ কনস্টেবল নিয়োগ

1519
0
SSC Constable Notification

দিল্লি পুলিশে ৭৫৪৭ পুরুষ ও মহিলা কনস্টেবল (এগজিকিউটিভ)নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন।

এই বিজ্ঞপ্তির এফ নম্বর: HQ-PPI03/15/2023-PP_1.

শূন্যপদ: কনস্টেবল (এগজিকিউটিভ) পুরুষ: ৪৪৫৩, কনস্টবল (এগজিকিউটিভ) মহিলা: ২৪৯১,

কনস্টেবল (এগজিকিউটিভ) পুরুষ (প্রাক্তন সেনাকর্মী- আদার্স): ২৬৬ কনস্টেবল (এগজিকিউটিভ) পুরুষ (প্রাক্তন সেনাকর্মী- কমান্ডো): ৩৩৭।

বয়সসীমা: ১ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৯৮-১ জুলাই ২০০৫ সালের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা।

যোগ্যতা: ১০+২ সিনিয়র সেকেন্ডারি পাশ। পুরুষ প্রার্থীদের হাল্কা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে।

রেলে ২৪০৯ অ্যাপ্রেন্টিস

আবেদনের ফি: ১০০ টাকা, ভিম ইউপিআই/ নেট ব্যাঙ্কিং/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো/ রুপে/ ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত। কম্পিউটার বেসড পরীক্ষা হবে ডিসেম্বর ২০২৩-এ।

রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

পরীক্ষাকেন্দ্র: ইস্টার্ন রিজিয়নের পরীক্ষাকেন্দ্র ও ব্র্যাকেটে কোড নম্বরগুলি হল- কলকাতা (৪৪১০), পোর্ট ব্লেয়ার (৪৮০২), ধানবাদ (৪২০৬),

হাজারিবাগ (৪২০৪), জামশেদপুর (৪২০৭), রাঁচি (৪২০৫), বালাসোর (৪৬০১), বহরমপুর (৪৬০২), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫),

কলকাতা দূরদর্শনে কর্মী নিয়োগ

ধেঙ্কানল (৪৬১১), রুরকেলা (৪৬১০), সম্বলপুর (৪৬০৯), গ্যাংটক (৪০০১),

আসানসোল (৪৪১৭), বর্ধমান (৪৪০৪), দুর্গাপুর (৪৪২৬), কল্যাণী (৪৪১৯), শিলিগুরি (৪৪১৫)।

অন্যান্য রিজিয়নের পরীক্ষাকেন্দ্র ও সেন্টার কোড সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন