স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার তারিখ

1673
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের বেশ কিছু পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) ২০১৯-এর স্কিল টেস্ট হবে ৩ নভেম্বর ২০২১ তারিখ (ssc exam date)।

দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (২০২০) সাব-ইনস্পেক্টর নিয়োগের পেপার টু পরীক্ষা হবে ৮ নভেম্বর।

স্টেনোগ্রাফার গ্রেড `সি’ ও `ডি’ (২০২০) কম্পিউটার বেসড পরীক্ষা হবে ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত।

সেন্ট্রাল আর্মড ফোর্স, এনআইএতে কনস্টেবল (জিডি) এবং আসাম রাইফেলসে এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান (জিডি) ২০২১ কম্পিউটার বেসড পরীক্ষা হবে ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

নোটিসটি দেখতে  ক্লিক করুন