স্টাফ সিলেকশনের এমটিএস ও সাব‌ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষা স্থগিত

3024
0
ssc exam postponed

স্টাফ সিলেকশন কমিশনের ২০২০-র মাল্টিটাস্কিং (নন-টেকনিক্যাল) নিয়োগের পরীক্ষা (পেপার-১) ও সাব‌ইনস্পেক্টর ইন দিল্লি পুলিস আ্যান্ড সিএপিএফস পরীক্ষা (পেপার-২) স্থগিত হয়ে গেল।
পরীক্ষাদুটি হবার কথা ছিল যথাক্রমে আগামী ১  থেকে ২০ জুলাই (এমটিএস) ও ১২ জুলাই (এস‌আই)।
পরীক্ষাদুটির নতুন তারিখ নির্ধারিত হলে যথাসময়ে জানানো হবে। এজন্য কমিশনের ওয়েবসাইটে খেয়াল রাখা দরকার।
কমিশনের ২৫ জুনের এই বিজ্ঞপ্তি (F. No.: 01/04/2021-C-II) দেখা যাবে এই লিঙ্কে: