৮ বাহিনীতে ৫৪৯৫৩ কনস্টেবল নিয়োগের দরখাস্তের তারিখ বাড়ল

1052
0
SSC, SSC Constable, SSC GD constable exam,

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে ৫৪৯৫৩ জন কনস্টেবল/রাইফেলম্যান নিয়োগের প্রক্রিয়া ২৫ জুলাই থেকে শুরু হয় কমিশনের নতুন ওয়েবসাইটে। কিন্তু নতুন ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে ২৮ তারিখ থেকে ২০ দিন বন্ধ রেখে আবার ১৭ আগস্ট থেকে দরখাস্ত গ্রহণ শুরু হয়, আবেদনের শেষ তারিখও বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর করা হয়। কিন্তু ইতিমধ্যে প্রার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে ১২ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তি মারফত আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত করে দিয়েছেন। যাঁরা ৩০ তারিখ বিকেল ৫টার মধ্যে চালান ডাউনলোড করে নেবেন তাঁরা ৩ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কের সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন। জানানো হয়েছে, তারিখ আর বাড়ানো হবে না এবং অন্যান্য সব অপরিবর্তিত থাকবে। এই নিয়োগের খবর বিস্তারিতভাবে জানানো হয়েছে আমাদের পোর্টালের এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=7233

কমিশনের তারিখ বাড়ানোর বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Extension_gdconstable_12092018.pdf