এসএসসি কনস্টেবল (জিডি) প্রশ্নপত্র সহ চূড়ান্ত আনসার কি ঘোষণা

904
0
SSC Constable GD

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection commission) মাধ্যমে সিএপিএফ, এনআইএ, এসএসফ এবং আসাম রাইফেলস-এ কনস্টেবল (জিডি) (SSC Constable GD) পদের চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হল পরীক্ষার্থীদের জন্য।

 

গত ২৫ মার্চ, ২০২২ তারিখেই এই পদের জন্য পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবার প্রশ্নপত্র সহ চূড়ান্ত আনসার কি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হলো পরীক্ষার্থীদের সুবিধার জন্য। ২৮ মার্চ থেকে আগামী ২৬ এপ্রিল, ২০২২ পর্যন্ত এই সুবিধাটি অনলাইনে পাওয়া যাবে। পরীক্ষার্থীরা তাদের প্রশ্নপত্র সহ আনসার কি-এর প্রিন্ট আউটও নিয়ে রাখতে পারবেন।

আনসার কি দেখার লিঙ্ক : কিল্ক করুন এখানে 

আরো খবর :

কলকাতা পুরসভায় ১০৪ মজদুর, ৩ পরিবেশ বন্ধু নিয়োগ