কেন্দ্রীয় সরকারের ৮টি আধাসামরিক বাহিনী (বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ ও আসাম রাইফেলস) এবং এনআইএতে কনস্টেবল (জেনারেল ডিউটি) SSC GD Constable Recruitment
এবং আসাম রাইফেলসে রাইফেলম্যান (জেনারেল ডিউটি) পদে ৭৫৭৬৮ জন তরুণ-তরুণী নিয়োগ করা হবে।
প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন৷
শূন্যপদের বিন্যাস: বর্ডার সিকিউরিটি ফোর্স: ২৪৮০৬, সিআইএসএফ: ৭৮৭৭, সিআরপিএফ: ২২১৯৬, এসএসবি: ৪৮৩৯, আইটিবিপি: ২৫৬৪,
এআর: ৪৬২৪, এসএসএফ: ৪৫৮, এনআইএ: ২২৫।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যট্রিকুলেশন বা দশম শ্রেণি/সমতুল পাশ।
শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে।
বেতনক্রম: মুল বেতন পে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।
বয়সসীমা: ১ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ২০০০ থেকে ১ আগস্ট ২০০৫।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (২০টি প্রশ্ন, ৪০ নম্বর),
জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়্যারনেস (২০টি প্রশ্ন, ৪০ নম্বর),
এলিমেন্টারি ম্যাথমেটিক্স (২০টি প্রশ্ন, ৪০ নম্বর), ইংলিশ/হিন্দি (২০টি প্রশ্ন, ৪০ নম্বর)।
অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। সময় ৬০ মিনিট। মাধ্যমিক স্তরের প্রশ্ন। পরীক্ষা হবে ইংরেজি এবং হিন্দিতে।
লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইটে।
এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপ্রেন্টিস
শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা দরকার ১৭০ সেন্টিমিটার ও বুকের ছাতি ন্যূনতম ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ না ফুলিয়ে ৮০ সেন্টিমিটার।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটার। তপশিলি উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার
ও বুকের ছাতি ন্যূনতম ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ না ফুলিয়ে ৭৬ সেন্টিমিটার।
তপশিলি উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেন্টিমিটার। উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের জন্য উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার,
বুকের ছাতি ন্যূনতম ৫ সেন্টিমিটার ফোলনোর ক্ষমতা সহ না ফুলিয়ে ৭৭ সেন্টিমিটার।
উত্তর-পূর্বাঞ্চলের মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫২.৫ সেন্টিমিটার।
উত্তর-পূর্বাঞ্চল ও নকশাল প্রভৃতি উগ্রপন্থী উপদ্রুত এলাকার তপশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার ও মহিলা প্রার্থীদের উচ্চতা ১৪৭.৫ সেন্টিমিটার।
মেডিকেল স্ট্যান্ডার্ড: দুচোখে চশমা বা চিকিৎসার মাধ্যমে সংশোধন ছাড়া ন্যূনতম দূরের দৃষ্টি হতে হবে ৬/৬ এবং ৬/৯।
কাছের দৃষ্টি ভালো চোখে এন ৬, খারাপ চোখে এন ৯।
দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯। হাই কালার ও বাইনোকুলার ভিশন থাকতে হবে।
কোনো ধরনের চক্ষূরোগের বা দৃষ্টিশক্তির সংশোধন অনুমোদিত নয়।
ডানহাতি ব্যক্তির ক্ষেত্রে ডান চোখে ভালো দেখতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা,
শিরাস্ফীতি বা ট্যারা চাউনি থাকলে আবেদন করা যাবে না। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে হবে।
আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
ডেবিট/ ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা এসবিআই চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি: http://www.ssc.nic.in ওয়েবাসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।
নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ২৪ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত। পরীক্ষা হবে ফেব্রুয়ারি ২০২৪।
যোগাযোগের প্রয়োজনে: স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চলের ঠিকানা (পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জর শূন্যপদের প্রার্থীদের জন্য):
Regional Director (ER), Staff Selection Commission, 1st MSO Building, 8th Floor, 234/4, Acharya Jagadish Chandra Bose Road, Kolkata, West Bengal-700020 (www.sscer.org)।
বাকি রাজ্য গুলির ঠিকানা সম্পর্কে ওয়েবসাইট থেকে জানা যাবে। SSC GD Constable Recruitment