দিল্লি পুলিশে ৮৫৭ জন হেড কনস্টেবল (অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর/ টেলি প্রিন্টার অপারেটর) নিয়োগ করা হবে (ssc head constable recruitment 2022)।
প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। অনলাইন আবেদন করা যাবে ২৯ জুলাই ২০২২ তারিখ রাত ১১টা পর্যন্ত।
বেতনক্রম: পে লভেল ফোর অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।
বয়সসীমা: ১ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৯৫ থেকে ১ জুলাই ২০০৪ সালের মধ্যে হতে হবে)।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় সিনিয়র সেকেন্ডারি পাশ (ম্যাথমেটিক্স একটি বিষয় হিসেবে থাকতে হবে)।
অথবা মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক কমিউনিকেশন সিস্টেম ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। ইংরেজিতে ১৫ মিনিটে ১০০০ কি ডিপ্রেসন।
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড পরীক্ষা, ফিজিক্যাল এনডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট, ট্রেড টেস্ট,
মেডিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
কোড নম্বর সহ পরীক্ষাকেন্দ্র: কলকাতা (৪৪১০), শিলিগুরি (৪৪১৫), কল্যাণী (৪৪১৯), দুর্গাপুর (৪৪২৬), বর্ধমান (৪৪০৪),
আসানসোল (৪৪১৭), পোর্ট ব্লেয়ার (৪৮০২), ধানবাদ (৪২০৬), হাজারিবাগ (৪২০৪), জামশেদপুর (৪২০৭), রাঁচি (৪২০৫),
বালাসোর (৪৬০১), বেরহমপুর (৪৬০২), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), ধেঙ্কানাল (৪৬১১), রুরকেল্লা (৪৬১০),
সম্বলপুর (৪৬০৯), গ্যাংটক (৪০০১)।
অন্যান্য রিজিয়নের পরীক্ষা কেন্দ্রের কোড সহ বিস্তারিত ঠিকানা স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ভিম ইউপিআই/ ম্যাস্ট্রো/ মাস্টার কার্ডের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: https://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ২৯ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (ssc head constable recruitment 2022)।