এসএসসির মাধ্যমে ট্রান্সলেটর নিয়োগ

314
0
SSC Hindi Translator Recruitment 2024

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর নিয়োগ করা হবে। SSC Hindi Translator Recruitment 2024

প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

                                        হাইলাইটস
মোট শূন্যপদ        ৩১২
আবেদনের ফি       ১০০ টাকা
যোগ্যতা       মাস্টার ডিগ্রি
আবেদনের শেষ দিন       ২৫ অগস্ট ২০২৪

 

বয়সসীমা: ১ অগস্ট ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ অগস্ট ১৯৯৪- ১ অগস্ট ২০০৬ তারিখের মধ্যে হতে হবে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থঈরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: জুনিয়র হিন্দি ট্রান্সলেটর/ জুনিয়র ট্রান্সলেশন অফিসার/ জুনিয়র ট্রান্সলেটরঃ হিন্দিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি কম্পালসারি

বা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে অথবা ইংরেজিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে হিন্দি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে

এবং হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের ডিপ্লোমা বা

সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে অথবা অনুবাদের কাজে দু বছরের অভিজ্ঞতা।

সিনিয়র হিন্দি ট্রান্সলেটর/ সিনিয়র ট্রান্সলেটরঃ হিন্দিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে

অথবা ইংরেজিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে হিন্দি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে এবং হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি

থেকে হিন্দিতে অনুবাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে অথবা অনুবাদের কাজে তিন বছরের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৫ অগস্ট ২০২৪ তারিখের হিসেবে।

কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট

বেতনক্রম: সিনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা।

অন্যান্য পদগুলির ক্ষেত্রে বেতন লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা।

পরীক্ষার ধরনঃ পরীক্ষায় দুটি পেপার থাকবে, পেপার ওয়ানে অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ,

১০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা। পেপার টু ডেসক্রিপটিভ ট্রান্সলেশন ও এসে রাইটিং, ২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘন্টা।

ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগ

আবেদনের ফি: ১০০ টাকা। ভিম ইউপিআই/ নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডে মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকলশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://ssc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে,

বৈধ ইমেল আইডি এ মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৫ অগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। SSC Hindi Translator Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

জীবিকা দিশারীর টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন