স্টাফ সিলেকশনের ২০১৮ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে শূন্যপদের তালিকা

1283
0
SSC Constable GD

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার জন্য সম্ভাব্য শূন্যপদের হিসাব প্রকাশ করা হয়েছে।

৫ মার্চ ২০১৮ পর্যন্ত ধরা ওই তালিকায় দিল্লিতে ও বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ ও দপ্তরে মোট সম্ভাব্য শূন্যপদের সংখ্যা ৫৭৮৯ (এলডিসি/জেএসএ/জেপিএ ১৮৫৫, পিএ/এসএ ৩৮৮০, ডিইও ৫৪)।

মন্ত্রক/বিভাগ/দপ্তর ওয়ারি এই শূন্যপদের তালিকা ও সংরক্ষণের বণ্টন দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/tentativevacncychsl18_16052019.pdf