এসএসসির মাধ্যমে অনুবাদক নিয়োগ

1233
0
Calcutta High Court Jobs 2023

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে ৩০৭ টি শূন্যপদে জুনিয়র ট্র্যান্সলেটর, জুনিয়র হিন্দি ট্র্যান্সলেটর, জুনিয়র ট্র্যান্সলেশন অফিসার, SSC JHT Recruitment 2023

সিনিয়র হিন্দি ট্র্যান্সলেটর এবং সিনিয়র ট্র্যান্সলেটর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন।

বেতন: জুনিয়র ট্র্যান্সলেটর, জুনিয়র হিন্দি ট্র্যান্সলেটর, জুনিয়র ট্র্যান্সলেশন অফিসার পদে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা।

সিনিয়র হিন্দি ট্র্যান্সলেটর এবং সিনিয়র ট্র্যান্সলেটর পদে লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা।

যোগ্যতা: ইংরেজিতে মাস্টার ডিগ্রি সঙ্গে হিন্দি স্নাতক স্তরে আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে হবে অথবা হিন্দিতে মাস্টার ডিগ্রি সঙ্গে ইংরেজি স্নাতক স্তরে আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে হবে।

অথবা যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে হিন্দি বা ইংরেজি আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে হবে।

রাজ্যে ফুড সাবইনস্পেক্টর নিয়োগ

এবং হিন্দি থেকে ইংরেজিতে আর ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে।

বয়স: ১ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯৩  থেকে ১ আগস্ট ২০০৫ সালের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কল্যাণী এইমসে কর্মী নিয়োগ

আবেদনের ফি: ১০০ টাকা। ভিম ইউপিআই/ নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

আবেদনের পদ্ধতি: https://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত। SSC JHT Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন