জুনিয়র ইঞ্জিনিয়ার, ২০২০ পরীক্ষার আনসার কি প্রকাশ

1012
0
SSC, SSC Junior Engineer, SSC Result

স্টাফ সিলেকশন কমিশনের (SSC) মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer) পরীক্ষার আনসার কি প্রকাশিত হল।

জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, ২০২০ (মেকানিক্যাল, ইলেক্ট্রিকাল, সিভিল, কোয়ান্টিটি সার্ভে অ্যান্ড কন্ট্রাক্ট) পদের কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হয়েছিল ২২ মার্চ, ২০২১ থেকে ২৪ মার্চ, ২০২১পর্যন্ত। উক্ত পরীক্ষার আনসার কি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আনসার কি সম্বন্ধে কোনো অভিযোগ-দ্বিমত থাকলে আগামী ৯ এপ্রিল (6 pm এর মধ্যে ) পর্যন্ত ১০০ টাকা’র (প্রতি প্রশ্ন/উত্তর পিছু) অনলাইন পেমেন্টের মাধ্যমে তা জানানো যাবে।

আনসার কি লিঙ্ক : ক্লিক করুন

SSC, SSC Junior Engineer, SSC Result