এসএসসির মাধ্যমে ট্রান্সলেটর নিয়োগ

schedule
2022-07-23 | 12:04h
update
2022-07-23 | 12:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর নিয়োগ করা হবে (ssc junior hindi translator)।

প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯২ থেকে ১ জানুয়ারি ২০০৪ সালের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থঈরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: হিন্দিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে অথবা

Advertisement

ইংরেজিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে হিন্দি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৪ আগস্ট ২০২২ তারিখের হিসেবে।

বেতনক্রম: সিনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা।

অন্যান্য পদগুলির ক্ষেত্রে বেতন লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা।

আবেদনের ফি: ১০০ টাকা। ভিম ইউপিআই/ নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডে মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকলশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

নেতাজী ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুনAMP

আবেদনের পদ্ধতি: https://sssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, বৈধ ইমেল আইডি এ মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৪ আগস্ট ২০২২ তারিখ রাত ১১টা পর্যন্ত। কম্পিউটাপ বেসড পরীক্ষা হবে অক্টোবর ২০২২-এ।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (ssc junior hindi translator)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2024 - 22:07:18
Privacy-Data & cookie usage: