স্টাফ সিলেকশনের স্টেনোগ্রাফার গ্রেড-সি ও গ্রেড-ডির মোট শূন্যপদ ১৪৭৩

835
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের স্টেনোগ্রাফার গ্রেড-সি ও গ্রেড-ডি নিয়োগের ২০১৭-র পরীক্ষার জন্য গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী মোট শূন্যপদ ঘোষিত হয়েছে।

৫টি দপ্তরে গ্রেড-সির শূন্যপদ ৩৯টি, ৪৯টি দপ্তরে গ্রেড-ডির শূন্যপদ ১৪৩৪।

দপ্তরগুলির কোথায় কত শূন্যপদ, সংরক্ষণ জনিত বিভাজন কীরকম তা জানতে পারবেন এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/vacancy_steno17_12092018.pdf

পরীক্ষার্থীরা দপ্তর বাছাইয়ের ক্রম বা পরম্পরা বদলাতে হলে জানাতে পারেন এই লিঙ্কে দেওয়া বয়ানে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/optionform_steno17_12092018.pdf