স্টাফ সিলেকশন কমিশনের এসআই ও এএসআই নিয়োগ পরীক্ষার মেডিকেল টেস্টের ফল

897
0

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭-র Recruitment of Sub-Inspectors in Delhi Police, CAPFs and Assistant Sub-Inspectors in CISF Examination-এর মেডিকেল এগজামিনেশনের পর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হল। যাঁদের নাম আছে তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এসএসসির সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে। ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে আগামী ৭ অক্টোবর থেকে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে আপলোড করা হবে।

প্রসঙ্গত, এই পরীক্ষার কম্পিউটার ভিত্তিক পেপার-১-এর পরীক্ষা হয়েছিল গত বছর ১-৭ জুলাই। তার ফ বেরোয় দুমাস পর ৬ সেপ্টেম্বর। সফল প্রার্থীদের মধ্যে যাঁরা পিইটি/পিএসটিতে উত্তীর্ণ হন তাঁদের পেপার-২-এর পরীক্ষা হয় ১৫ ডিসেম্বর। সেই পরীক্ষার ফল বেরোয় ২৯ জানুয়ারি। সবশেষে মেডিকেল টেস্টে সফ হন ৪৯৫৯ জন (পুরুষ ৪১২৬, মহিলা ৮৩৩)। সফল প্রার্থীদের তালিকা ও ২৬ সেপ্টেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই ওয়েবপেজের লিঙ্কে: https://ssc.nic.in/Portal/Results