স্টাফ সিলেকশনের স্টেনো নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলে সংশোধন

806
0
ADA Recruitment 2024

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র স্টেনোগ্রাফার (গ্রেড-‘সি’ ও ‘ডি’) নিয়োগের পরীক্ষার স্কিল টেস্টের ফল প্রকাশিত হয়েছিল গত ১৮ মার্চ। গ্রেড-সি পদে ১১৫৮ জন ও গ্রেড-ডি পদে ২৭৮৬ জন সফল হয়েছিলেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। কিন্তু পরবর্তীকালে কিছু পরীক্ষার্থী অভিযোগ করেন ফলাফলের একটি মাস্টারপেজে ভুল আছে বলে। সেইমতো তাঁদের অভিযোগ ও সফল প্রার্থীদের উত্তরপত্র আবার খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় সংশোধন করা হয়। পরিণামে, কিছু নতুন প্রার্থী সফল বলে ঘোষিত হয়েছেন। গ্রেড-সিতে ৪ জন ও গ্রেড-ডিতে ৫ জন আগের তালিকায় সফল দেখালেও পুনর্বিচারে অসফল হয়েছেন। মোট শূন্যপদ গ্রেড-সিতে ৪৭৩, গ্রেড-ডিতে ৯৯১। শেষে সফল হওয়া প্রার্থীরা কত নম্বর পেয়েছেন ও বেছে নেবার জন্য কোন মন্ত্রক/দপ্তর/অফিসের কোড কত লিখতে হবে তার তালিকাও আপলোড করা হয়েছে। স্কিলটেস্টে কার ভুলের শতকরা হার কত তা ১ মাসের জন্য আপলোড করা হবে আগামী ৩ ডিসেম্বর। কমিশনের ২৭ নভেম্বরের এই বিজ্ঞপ্তি (F.No. 11/1/2018-C-1/2) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/FinalResultofSteno2018_latest_28112020.pdf

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল