এসএসসি সিলেকশন পোস্ট পরীক্ষার আনসার কি প্রকাশিত

1161
0
ssc selection post

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের (SSC) মাধ্যমে সিলেকশন পোস্ট IX/২০২১ পরীক্ষার (Selection Post) সম্ভাব্য আনসার কি প্রকাশ করা হয়েছে।

সিলেকশন পোস্টার মাধ্যমিক স্তর, উচ্চমাধ্যমিক স্তর এবং স্নাতক স্তরের পরীক্ষার আনসার কি https://ssc.nic.in/ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পরীক্ষা নেওয়া হয়েছিল ২ এব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি এবং ১৪ মার্চ থেকে ১৬ মার্চ, ২০২২ তারিখ।

আরও খবর : স্নাতক যোগ্যতায় বরোদা ব্যাঙ্কে ১৫৯ ম্যানেজার নিয়োগ

পরীক্ষার্থীরা তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সম্ভাব্য আনসার কি দেখে নিতে পারবেন। সেখানে আলাদা করে ‘রেস্পনস শিট’ আপলোড করে দেওয়া হয়েছে। কোনও আনসার কি সমস্যা থাকলে রেসপন্স শিটের মাধ্যমে এসএসসিকে জানানো যাবে। ৩১ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ১০০ টাকা আবেদন মূল্যের বিনিময়ে প্রশ্ন বা আনসার কি নিয়ে চ্যালেঞ্জ করা যাবে।

আনসার কি দেখে নেওয়া যাবে : ক্লিক করুন এখানে