সিলেকশন পোস্ট VIII প্রার্থীদের আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দিল এসএসসি 

894
0
PSC Clerkship Type Test

স্টাফ সিলেকশন কমিশনের (SSC) সিলেকশন পোস্ট VIII (Selection Post VIII) পরীক্ষার আবেদন পত্র ডাউনলোডের জন্য লিঙ্ক আপলোড করা হচ্ছে ওয়েবসাইটে।

গত সপ্তাহেই  সিলেকশন পোস্ট VIII মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন স্তরের ফলাফল প্রকাশিত হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে সফল প্রার্থীদের নিজের অ্যাটেস্টেড করা আবেদন পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেক প্রার্থী আবেদন পত্রের লিংক নতুন করে ওয়েবসাইটে দেওয়ার জন্য এসএসসিকে আবেদন জানিয়েছিল; তারই পরিপ্রেক্ষিতে  লগইন লিঙ্ক নতুন করে খুলে দেওয়া হয়েছে। প্রার্থীরা নিজেদের রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনের পত্রের প্রিন্টআউট নিয়ে নিতে পারবেন।

বিজ্ঞপ্তি দেখে নিন: ক্লিক করুন

ssc, ssc results